1. thuin.bd25@gmail.com : Golam Sarwar Tuhin : Golam Sarwar Tuhin
  2. neyamulahasan@gmail.com : Neyamul Ahasan Heron : Neyamul Ahasan Heron
  3. tarikpress200@gmail.com : Tarik Hasan : Tarik Hasan
  4. tonmoyahmednayon@gmail.com : Md.Tonmoy Ahmed Nayon : Md.Tonmoy Ahmed Nayon
শনিবার, ০৪ এপ্রিল ২০২০, ০৭:৪৮ পূর্বাহ্ন
নারী দিবসে গুগলের বিশেষ ডুডল

অনলাইন ডেক্স :
  • প্রকাশিত সময় : রবিবার, ৮ মার্চ, ২০২০, ১১:০৮ পূর্বাহ্ন
  • ৪১ বার
নারী দিবসে গুগলের বিশেষ ডুডল (ছবি : সংগৃহীত)

জনপ্রিয় সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম গুগল বিশ্ব নারী দিবস-২০২০ উপলক্ষে নিজেদের হোমপেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে। বিশেষ এ ডুডলে ছবির বদলে ব্যবহার করা হয়েছে অ্যানিমেশনের কাজ করা ভিডিও।

রবিবার (৮ মার্চ) বিশ্ব নারী দিবস উপলক্ষে সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম গুগল রাত ১২টার পর এ ডুডল প্রকাশ করে।

নারী দিবস উপলক্ষে ৫৫ সেকেন্ডের এ ডুডল ভিডিওটিতে কয়েক স্তরের থ্রি-ডি কাগজে ম্যান্ডালা ডিজাইনেনারী বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেছে গুগল।

প্রথম ধাপে সাদা কালো ছবিতে বিভিন্ন দেশ ও সংস্কৃতির নারীদের তুলে ধরা হয়েছে। দ্বিতীয় ধাপে রঙিন ছবিতে নারীদের ক্রমশ উন্নত জীবনযাত্রার প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। আর সর্বশেষ ধাপে বিভিন্ন পেশায় নারীদের সরব উপস্থিতি ফুটিয়ে তোলা হয়।

এ তিনটি ধাপের একত্রীকরণের মাধ্যমে সময়ের সঙ্গে সঙ্গে সমাজে নারীদের প্রতিনিধিত্বের অগ্রগতি ফুটিয়ে তোলা হয়েছে।

বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে অথবা বিশেষ কোনো ব্যক্তির স্মরণে বরাবরই এমন ডুডল প্রকাশ করে থাকে গুগল। এবারের গুগল ডুডলটি প্রকাশ করা হয়েছে গুগলের মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও।

নারি দিবসের এই ডুডলটির ডিজাইন করেছেন জুলি উইলকিনসন এবং জোয়ানে হরসকপ নামের দুই শিল্পী। তারা দুইজনই অসলো ও লন্ডনভিত্তিক ম্যাকারি স্টুডিওর অতিথি শিল্পী।

অন্যদিকে ডিজাইনটিকে অ্যানিমেশন ভিডিওতে রূপ দিয়েছেন ম্যারিয়ন উইলিয়াম এবং ডাফনি আবডারহালডেন। তারা দুইজনই জুরিখভিত্তিক ড্রাস্টিক স্টুডিওর অতিথি অ্যানিমেটর।
নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর..