ডা. মিলনের রক্তের সাথে বেঈমানি করবেন না : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ডা. মিলনের রক্তের সাথে বেঈমানি করবেন না। নতুন প্রজন্মের প্রতিনিধিরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে নির্মমভাবে শাহাদাত বরণকারী ডা. মিলনের আদর্শের সাথে বিরোধীতা করে বর্তমানে অনেক রাজনীতিক ক্ষমতায় আসার আর থাকার চেষ্টা চালাচ্ছে। এই অন্যায়কে প্রতিহত করতে তারুণ্যের রাজনীতিকরা এগিয়ে যাচ্ছে-যাবে বরাবরের মত। ডা. মিলনের প্রতি শ্রদ্ধা জানানোর পর ২৭ নভেম্বর বিকেল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত এক পথসভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শুভঙ্কর দেবনাথ ও মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ বক্তব্য রাখেন।