চাঁপাইনবাবগঞ্জে নাচোলে ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে জেলার নাচোল উপজেলার যাদুপুর রেল ক্রসিংয় পার হবার সময় নাসির (২৪)নামে এক ব্যক্তির মৃত্য হয়।
তিনি গোমস্তাপুর উপজেলার চৌডালা উদয়নগর এলাকার বকুল আলীর ছেলে।
নাচোল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে বলেন; সোমবার সকাল ১০ টটার দিকে রেল ক্রসিংটি পারাপারের সময় অতিরিক্ত কুয়াশার কারণে ট্টেন না দেখা ট্রাক্টর নিয়ে নাসির পার হবার সময় রাজশাহী থেকে রহনপুর গামী কমিউটার ট্রেনে ধাক্কা লাগে ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় ট্রাক্টরটিও ক্ষতিগ্রস্থ হয়। এরপর রেললাইন কতৃপক্ষ এসে উদ্ধার করেন পরে স্বাভাবিক হয়।