রাজশাহীতে একদিনে করোনা আক্রান্ত রোগী বাড়ল ১১ জন

শীতজীনত রোগ শীতেই বৃদ্ধি পাই। ফলে রোগীও বাড়ছে হাসপাতালে। এদিকে করোনা নিয়ে সচেতনতাও কমেছে সাধারণ মানুষের মাঝে। ফলে এই রোগটি ধিরে ধিরে আবার বাড়তে শুরু করেছে বলে মনে করছেন ভিশেষজ্ঞরা।
সর্বশেষ একদিনেই রাজশাহীতে করোনা আক্রান্ত রোগী বেড়েছে ১১ জন। আজ মঙ্গলবার সকালে রাজশাহী জেলা সিভিল সার্জনের দপ্তর থেকে পাঠানো করোনা রোগীদের সংখ্যার হিসেবে এ চিত্র ফুটে উঠেছে। অথচ আগেরদিন সোমবার বেড়েছিল ৬ জন। রাজশাহী জেলা সিভিল সার্জন এনামুল হক জানান, গতকাল সোমবার পর্যন্ত রাজশাহীতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ৫৬১০ জন। আগেরদিন রবিবার ছিলো ৫৬০৪ জন। সেখানে আজ মঙ্গলবার বেড়ে দাঁড়িয়েছে ৫৬২১ জন। এর মধ্যে মারা গেছে ৫৩ জন। এর মধ্যে শহরের বাইরে মারা গেছেন ২১ জন। বাকি ৩২ জন নগরীর বাসিন্দা।
আক্রান্তের মধ্যে শহরে আক্রান্ত দ্বিগুনেরও বেশি। এখানে মোট আক্রান্ত ৪১৮৬ জন। অথচ শহরের বাইরে নয় উপজেলা মিলে আক্রান্ত রোগীর সংখ্যা মাত্র ১৪৩৫ জন। গত ২৪ ঘন্টায় রাজশাহী শহরে রোগী বেড়েছে ৮ জন। আর শহরের বাইরে বেড়েছে ৩ জন।