রাজাপুরে এক জুয়াড়ীকে কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুরে মো. ইব্রাহিম মোল্লা (৪৫) নামে এক জুয়াড়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বড়ইয়া ইউনিয়নের কলাকোপা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন। ইব্রাহিম মোল্লা ঐ এলাকার মৃত ইসাহাক মোল্লার পুত্র।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, বড়ইয়া ইউনিয়নের কলাকোপা বাজার এলাকায় শাহ-আলমের চায়ের দোকানের পাশে একটি কক্ষের মধ্যে স্থানীয় ১০/১২ জন লোক জুয়া খেলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টেরপেয়ে জুয়াড়ীরা পালিয়ে যাওয়ার সময় ইব্রাহিম আটক হয়। ইব্রাহিমকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মোক্তার হোসেন বলেন, এক ব্যক্তিকে জুয়া খেলার অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।