টঙ্গীতে এক কিশোরের রহস্যজনক মৃত্যু

টঙ্গীতে ভারতের নাগরিক মো: রিয়াজ উদ্দিন মোল্লা (১৭) টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ২১ জানুয়ারি রাতে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের টয়লেটের ভিতরে গলায় লুঙ্গী ও গামছা দিয়ে পেচানো ঝুলন্ত অবস্থায় রিয়াজ উদ্দিন মোল্লার মৃত দেহ উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম জানান, গত দুই বছর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসা নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ ও মাদক দ্রব্য মামলায় কিশোরগঞ্জ থানায় তাকে আটক করা হয়। পরে কিশোরগঞ্জ আদালত বয়স কম হওয়ায় রিয়াজউদ্দিনকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রেরণ করে। নিহতের পিতার নাম আব্দুল গফুর।