সাপাহারে হাসকিং মিলের ফিতায় জড়িয়ে মিল চালকের মৃত্যু

নওগাঁর সাপাহারে ধান ভাঙ্গা হাসকিং মিলের ফিতায় জড়িয়ে আইনুল হক (৩৫) নামের এক মিল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত মিল চালক সাপাহার উপজেলার পিছলডাঙ্গা সিংগাহার গ্রামের মৃত অজের আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে উপজেলার খোট্রাপাড়া মোড়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে সন্ধ্যার দিকে মিলমালিক আইনুল তার হাসকিং মিলে জনগনের ধান ভাংছিল। এসময় অসাবধানতা বশত: তার পরনের লুঙ্গি মিলের ফিতায় জড়িয়ে গেলে সে নিজে মিলের ফিতার সাথে জড়িয়ে যায় এবং চলন্ত মেশিনের ফিতায় জড়িয়ে তার দেহের অনেকটাই থেতলে পিষে যায়। তড়িঘড়ি করে মিল বন্ধ করার পর তাকে আহত অবস্থায় উদ্ধার করে দেখা যায় যে সেখানেই তার মৃত্যু হয়েছে।
এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বলেন যে সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।