লালমনিরহাটে নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ

লালমনিরহাট পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার(০৯ ফেব্রুয়ারী) রাত ১০টার দিকে লালমনিরহাট পৌরসভার নয়ারহাট এলাকার নির্বাচনী অফিসে হামলার এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট পৌরসভা নির্বাচনে পৌর আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন নৌকা প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচার প্রচারনায় পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লায় সকল প্রার্থীর নির্বাচনী অফিস রয়েছে। নয়ারহাট এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে মঙ্গলবার রাতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা চেয়ার টেবিল ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করেন। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ আলম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুর্বৃত্তদের নাম পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে।