বরিশালে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজাপুরে মানববন্ধণ ও বিক্ষোভ অনুষ্ঠিত

বরিশাল ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠির রাজাপুরে বিক্ষোভ ও মানববন্ধণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট কমিউনিটি অফ রাজাপুর এর আয়োজনে স্থানীয় প্রেসক্লাব চত্বরে আধঘন্টাব্যাপি মানববন্ধণ কর্মসূচিতে স্থানীয় স্কুল-কলেজের প্রায় একশত শিক্ষার্থী অংশগ্রহন করেন।
এ সময় মানববন্ধণ কর্মসূচিতে বক্তব্য রাখেন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট কমিউনিটি অফ রাজাপুর এর সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. বেল্লাল হোসেন, রবিশাল বিএম কলেজের শিক্ষার্থী মো. বদিউর নবী পলাশ, এসএম লতিফুর রহমান, মো. মুঈদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনাবিল দেবনাথ প্রমূখ।
মানববন্ধণের পূর্বে তার উপজেলার প্রদান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে বাইপাস চত্বরে রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।