রাজাপুরে শহিদ ও মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

রাজাপুরে শহিদ ও মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠির রাজাপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া) সার্কেল মো. সাকাওয়াত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, সিনিয়র সহ-সভপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু।
এছাড়াও বক্তব্য রাখেন মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফা কামাল সিকদার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুজা মণ্ডল ও রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম বারি খান।