রাজাপুরে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

রাজাপুরে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার
ঝালকাঠির রাজাপুরে ধর্ষণ চেষ্টা মামলা প্রধান আসামি মো. সোহাগ মোল্লা (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুত্রবার রাতে এসআই মামুন-২ এর নেতৃত্বে ঝালকাঠি সদর উপজেলার চৌফালা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সোহাগ উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের মো. রুহুল আমিন মোল্লার ছেলে।
জানাগেছে, গত ৮ ফেব্রুয়ারি গভীর রাতে ১০ম শ্রেনী পড়ুয়া এক স্কুল ছাত্রীর ঘরের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে একই এলাকার সোহাগ মোল্লা ধর্ষণ চেষ্টা চালায়। এ ঘটনায় ভূক্তভোগী নিজে বাদী হয়ে সোহাগসহ দুইজনের নাম উল্লেখ করে ১৪ ফেব্রুয়ারি থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর ১৪)।
রাজাপুর থানা পরিদর্শক (ওসি তদন্ত) অনিমেষ মন্ডল বলেন, সোহাগকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।