রাজাপুরে ফিরোজা আমু স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে বড়ইয়া চ্যাম্পিয়ন
খেলায় গোল নিয়ে বিশৃঙ্খলায় আটক-১

ঝালকাঠির রাজাপুরে ফিরোজা আমু স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ২-১ গোলে সোনলী আতীত রাজাপুর একাদশকে হারিয়ে বড়ইয়া একাদশ চ্যাম্পিয়ন হয়। সোমবার বিকালে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় হাফেনারের পূর্বে ০-০ গোলে শেষ হয়। হাফেনারের পরে খেলা শুরুতে বড়ইয়া একাদশ ১ম গোল করে। তার কিছু সময় পরে সোনালী অতীত খেলার ২য় গোল করে সমতায় ফিরে। কিন্তুগোল নিয়ে বড়ইয়া একাদশের গোল কিপার রেফারির ওপর চড়াও হয়ে ধাক্কা দেয়। এতে খেলায় বিশৃঙ্খলা তৈরি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ মো. সবুর খান (২১) নামে একজনকে আটক করেন। খানিকটা বিলম্বে পুনরায় অল্পসময়ের খেলায় বড়ইয়া একাদশ খেলার ৩য় গোল করে চ্যাম্পিয়ন হয়। উল্লেখ্য টুর্ণামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহন করেছিলেন বলে টুর্ণামেন্টে কমিটি জানায়।
খেলায় ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৪ দলের মূখ্যপাত্র ও সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু সঞ্জিব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর থানা অফিসার ইনজার্চ মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, পরিস্থিতি শান্ত রাখতে একজনকে আটক করা হয়েছিল। খেলা শেষে তাকে ছেড়ে দেয়া হয়েছে।